ঘুমহীন চোখ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

রুদ্র সাহাদাৎ
আজও বুকের পাঁজর ভাঙার গান শুনি অনামিকা দূরে দূরে থাকে, সীমাবদ্ধ আবাসিক এলাকা আজও মন কাঁদে দেখে কাঁটাতারের বেড়া ঝুলে আছে ফেলানী মৃত শরীর বাবু দীঘির জলে সাঁতার দিব ভাবছি সাঁতার ভোলা মানুষ ডানে দৌড়াচ্ছি বামে দৌড়াচ্ছি দৌড়ের শেষ নেই আজও বুকের পাঁজর ভাঙার গান শুনি নিজের মনুষ্যত্ব খুঁজি পথে পথে ঘুমহীন চোখ নিঃস্ব একাকি ডানাভাঙা পাখির মতন পড়ে আছি.. আমাদের পদচিহ্নসমূহ প্রতিদিন হারিয়ে যায় জোয়ার ভাটার ঢেউয়ে ঢেউয়ে....