আদর্শ এখন

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ইমরান মিশুক
ঈশ্বরের নামে শপথ করে বলতে পারি দেশের কোনো বাড়িতেই আদর্শলিপি নেই এখন। যেদিন জনককে হত্যা করেছি সেদিন থেকেই আদর্শকে নির্বাসনে পাঠিয়েছি। এখন মানুষ মানুষ মারে কত সহজে বাজারে গেলেই শজনে ডাঁটা যেমন কিনে আনতে পারি নির্বিবাদে। বিকেলের নরম আলোতে মায়ের স্তনে এখনো শাল দুধেরা ফেঁপে ওঠে সেই দুধে রোগ প্রতিরোধের শক্তি নেই গোটা স্তনেই মরণঘাতী জীবাণু। নষ্ট মেয়েরা কত সহজে নিজেদের বিকিয়ে দেয়, কিছু মুদ্রায় বিনিময়ে ইমিউন ক্ষমতা কমে ক্রমান্বয়ে পুরো দেহে এইডস। ওই নিয়ে চলে নিঃশঙ্ক চিত্তে। রোগ যদি ছড়ায় ছড়াক, কি যায় আসে তাতে। ওপারে বসে জাতির জনক কপাল চাপড়ায় আর বলে এজন্যই কি স্বাধীনতার মুক্তি চেয়েছিলাম?