শরৎ পদাবলি

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

রহমান মুজিব
দাঁড়াতে পারি নাই তার মানে বসেও তো থাকি নাই পাখিদের যৌথ মুখরতা খুঁজে খুঁজে আমৃত্য ডুবে গেছি কামারশালার কোলাহলে, লৌহদন্ডে জ্বলছে আগুনের চাঁদ কখন যে ঋতুচক্রের অনিবার্য পৃষ্ঠা উল্টাতে উল্টাতে মাথা ভর্তি চুলের অন্তিম রং সাদা কাফন হয়ে মিশে যায় বিধবার শাড়িতে শরতের ফুটনোটে সেই শাড়ি আজ কাশবনের সাদা উলস্নাস শরতের বিকাল আজও বেহুলা উদাস, আজও লখিন্দর খোঁজে খুঁজতে খুঁজতে অশ্রম্নর টেরাকোটায় ভিজে যায় আশ্বিনের রাত বৃক্ষের সবুজ শৈশব।