ঘৃণার মাঝেও

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

সমর চক্রবর্তী
ঘৃণা'র মাঝেও কিছু ভালোবাসা রয়ে গেল হৃদয়ে, নিভৃতে; স্মারকসময়- ইতিহাস হয়ে আমার ভেতরে দীর্ঘকায় এক ঝাউগাছ! নদীর এপার-ওপারে কোনো বসতি নেই, সকালের বারান্দায় স্মৃতি পড়ে আছে- রাতশূন্য করে স্বপ্নগুলো অবশেষে পলাতক হলো! আমিও ভিসুভিয়াসের নতুন জ্বালামুখ!