সুন্দরের উপছায়া মুছে মুছে

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

মাসুদ মুস্তাফিজ
ছায়ার অরণ্যে সূর্য ছুঁয়ে যায়- গহিন পাখির বিলাপে এদিকে খোলস ভাঙা একটি গোপন জ্ঞানসজ্জ্বিত হেমলকদিন আকাশ ঘুমিয়ে গেলে বৃক্ষরা নদী হয় ভূগোলে- মেঘ চাইলে রোদ রোদ চাইলে বৃষ্টি যেন প্রকৃতির গলায় সোনার-হীরের হার! পৃথিবীর যত কামিনী ব্যঞ্জনা নিয়ে সর্বময় পাখিদের সংসার সুন্দরের উপছায়া মুছে মুছে নির্জনতাকে চিনেছি আমি এইসব বিছিয়ে পড়া দূরবর্তী অরণ্যের পাখি সংসারে ২. সুখ থেকে ছুরিচঞ্চুতে নীলজোস্নার বিষ সুখ থেকে অপচয় শুরু ঈশ্বরের চুল বৃশ্চিকে বেঁধো রক্তের লোনাজল মুছে দিনের ভাঁজ নিভিয়ে নেশাগ্রস্ত আয়ু মধ্যরাতে দিনের বেলা লুকিয়ে থাকে দেহপোড়া ঘ্রাণ বিছিয়ে সোমত্ত যুবতী হচ্ছে নতুন ঈশ্বর সকালে দ্যাখি কে যেন ঋতুরূলোর বনে বাসনার চোখ বিছিয়েছে