এখন দুঃসময়

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

আলমগীর খোরশেদ
এখন দুঃসময় এক আকাশ শূন্যতা, বিহ্বল অপারগতা অহর্নিশি তাড়া করে ফিরে, দূরে সরে যায় আপনজন ফেরারি পাখিরা যেমন ফিরে না নীড়ে। \হজীবন পথে একাই হাঁটে সবাই \হকে বলো কার সাথী হয়? \হহাত বাড়ালে কেউ নেই \হছায়াটাই শুধু পাশে রয়। \হবহুরূপী বানর কলা খেয়ে \হমগডালে বসে বাজায় তালি, \হবিনাদোষে এ কোন হাজতবাস \হমনের দেয়ালে দিলে চুনকালি। হাফ সেঞ্চুরির এই দেহটাই কেবল আর সব ফাঁকা, ভূতুড়ে গলি, \হদেওয়ার ভয়ে, আর ডাকে না কেউ অজুহাত দিয়ে যায় চলি।.....