অনিমেষ আকুতির ভোর

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

নাহিন শিল্পী
রজনীগন্ধার স্নানেও ঝিমোয় অবসাদ সূর্য ফুটার প্রতীক্ষা অবিরত; নিমজ্জিত প্রাণের ফুরোয় না আঁধার। চড়ুই কি তবে কিচির মিচির ভুলেছে কাকের কল কাকলি নিস্তব্ধ কেনো এমন মেঘের নীরবতা; দেয়াল বেয়ে নামে না শ্রান্ত নিবিড় কুয়াশা নিয়নের আবছা দেখা নিতান্তই চেনা মুখ অথচ অন্যরকম ভয়ংকর সময়ের হাতছানি --- শেকল না ভাঙ্গার মৌন হাহাকার; বিপর্যস্ত শিরা-উপশিরায় রাত ভর চলে বিস্মৃতির খেলা উদ্ভ্রান্ত হৃদয়ের আপসহীন মনোরথে উত্তর-দক্ষিণ মেরুতে অনাগত ভোর ; পালকের মর্মর শব্দে উড়ে চলার নিঃসীম আকুতি।