ভগ্ন হৃদয় চাই

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

মুক্তা পারভীন
একটা ভগ্ন হৃদয় চাই যে হৃদয়টাকে ভীষণ ভালো বেসে নির্মমভাবে কেউ চৌচির করে গেছে। একটা অশান্ত মন চাই যে মনের গহীনে বাসা বেঁধে তাকেই দু'পায়ে পিষে গেছে কেউ। আমি ক্লান্ত দুটো চোখ চাই যে চোখ অন্য কারো স্বপ্নে বিভোর ছিল সারাক্ষণ আজ তা নিতান্তই ছলছল। বিশ্বস্ত দুটি হাত চাই যার স্পর্শে মত্ত থেকেও করতে পারেনি কেউ মূল্যায়ন। অদৃষ্টের পরিহাসে যে মানুষ টা আজ ক্ষতবিক্ষত দিশাহারা আমি তাকেই চাই। তার বিচলিত মনে সান্তনা হতে আপন স্বকীয়তায় আচ্ছন্ন করতে কেবল আমিই হব তার স্বত্ববান। আমার পদ্যরচনায় জুড়ে থাকবে থাকবে হৃদয়ের গহীনে। বিশুদ্ধ প্রণয়ে করব আচ্ছাদিত আলোকিত করব সব অন্ধকার। আমি একটা ভগ্ন হৃদয় চাই যার সীমাহীন পরিমন্ডলে থাকবে শুধু আমারই পদচারণা।।