ঢেউজলের গর্জন

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

জে এম আজাদ
ঢেউয়ের গর্জন ভেসে আসছিল কানে ধমনির ভেতরে গড়িয়ে নামছিল যেন লাভাস্রোত নব্বই ডিগ্রি ঘুরলাম গর্জনধ্বনি একটু কাছাকাছি হলো ঠিকই তবুও ঢেউগুলো অনেক দূরে দূরের বর্ণমালা ঠিকঠাক পড়া যায় না নদীটার আরও নিকটবর্তী হলাম ধমনির ভেতরে যেন এক অনিরুদ্ধ কম্পন দৃশ্যমান দাহসূর্য থেকে যেন নেমে আসছে আগুন ভেতরে দহন, রক্ত উতল করা চঞ্চলতা আমাকে যেতে হবে আরও তরঙ্গ বিহ্বল, ভাঙন ঢেউয়ের কাছাকাছি। আরও নব্বই ডিগ্রি ঘুরলাম ঘটে গেল স্পর্শ ও অধিগ্রহণ দুচোখ আলোকিত করে জ্বলে উঠল মেঘ-বিদু্যৎ লালসায় ঢেউ যে কতখানি আগ্রাসী আগুন কেউ দেখেনি আগে।