লবণখনি শেখে না নুনের গান

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

মাহফুজা অনন্যা
তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সপ্তাহের শিশু \হযেভাবে মায়ের গর্ভরসে ভাঁজ হয়ে থাকে \হঅসিপিটো- অ্যান্টোরিয়র পজিশনে \হআমরা সেভাবে ঘুমিয়ে আছি কিছু অনাসৃষ্টি পৃথিবীকে ইচ্ছের \হবিপরীতে চলতে বাধ্য করে তবু সব অনাসৃষ্টি বুকেপিঠে সয়ে পৃথিবী হাঁটে প্রতিস্রোতে \হএসব স্রোত-প্রতিস্রোতে জীবন-জাহাজ \হকখনো কখনো একদিকে কাত হয়ে ডুবে যায়! \হপানির চেয়ে ভাসমান জাহাজের ওজন বেশি হলে ডুবে যাওয়াই স্বাভাবিক, \হএরকম অনেক বৈজ্ঞানিক কিংবা গাণিতিক সংজ্ঞা আমরা মনের শেলফে সাজিয়ে রাখি, \হকিন্তু মনুষ্য জীবন এবং তার নৈতিকতার সংজ্ঞা \হকখনো নেড়েচেড়ে দেখি না! যেমন: লবণখনি শেখে না নুনের গান আমাদের চোখ থেকে সরে না ঘোর, আমরা ঘুমিয়েই যাচ্ছি অনন্তকাল... মায়ের গর্ভরসে অসিপিটো অ্যান্টোরিয়র পজিশনে।