খাঁচা

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২০, ০০:০০

দুলাল সরকার (অত্যাচারিত নারীদের উদ্দেশে শ্রদ্ধা রেখে)
তাহলে কী এভাবেই চলবে স্বদেশ নিরাময়হীন এক ধর্ষণ আক্রান্ত বিষে আমাদেরও জর্জরিত হতে হবে অভ্যস্ত মানুষ? এভাবেই শকুনেরা খুঁচে খাবে পবিত্রতা নারীর চিবুক বেহায়া পুরুষ পূজার বেদীতে রেখে সতীদাহে রূপ দেয় ভন্ড পুরুত সীতাকেও আগুনে পুড়ে নিজেরা অক্ষত থাকে স্বেচ্ছাচারী পুরুষ প্রধান ; বহমান পুরুষতান্ত্রিক একচোখা ধর্মের বিধান মাংসলোভী অসুস্থ সুন্দর, নারীত্বের অপমানে ধর্ষক পুরুষ নারীকে বিবস্ত্র করতে নিজেকে বিবস্ত্র করে জানে না নিজেরা যুগে যুগে এ বিধান অন্ধরাজা ধৃতরাষ্ট্র চুপ ; সবাই নীরব গতানুগতিক, এমনতো নয় যে বন্ধ হবে জীবনের চাকা যূথবদ্ধ শ্রেণিহীন, বর্ণহীন হয়ে নারী ও পুরুষ মিলে শ্রদ্ধাশীল উভয়ের প্রতি পীড়ক হবে না বরং নারীর প্রতি পুরুষের আরোপিত প্রথার বিরুদ্ধে সব নারী এখনই শৃঙ্খল ছিড়ুক, পোষাপাখি খাঁচাটা ভাঙুক।