বৃত্তমানে অংকবিদের অংক

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২০, ০০:০০

রবীন্দ্রনাথ অধিকারী
বৃত্ত মানে নবপঞ্জিকা বাংলা ভাষার বৃত্ত মানে রক্তজারিত শহিদ মিনার উজান ঠেলে ঠেলে পথ পাড়ি দেয়ার একুশে ফেব্রম্নয়ারি; বৃত্ত মানে তাল পাতার পাঠশালা শৃঙ্খল থেকে বেরিতে আমার মুক্ত বর্ণমালা পথের দিকের সঠিক নিশান বৃত্তমানে জীবন ভাষ্যের অসীম ভালোবাসা বাংলা ভাষার নতুন জ্যোতির প্রত্যাশা, বৃত্ত মানে অংকবিদের অংক বাংলা ভাষা অবিনশ্বর নিঃশঙ্ক বৃত্ত মানে কথা বলার দীপ্ত অধিকার রক্তজড়িত শহিদ স্মৃতির ঝড় বৃত্ত মানে উর্দুভাষার বলয় থেকে বাংলা ভাষারে মুক্তি বৃত্ত মানে রৌদ্র দুয়ার খুলে দেয়া নবপঞ্জিকার যুক্তি।