হবে কি ধন্য

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

জাফরুল আহসান
গুহাবাসী হবে যদি কিবা ক্ষতি তাতে? আমি যে অনাযর্, বটবৃক্ষের সাথে, সাজায়ে নিজেরে রেখেছি তোমার করে- গুহাবাসী তুমি, বৃষ্টি হবে অধরে। কামের পুরুষ আমি কামরুপি হয়ে, দিবস রজনী ওষ্ঠে ওষ্ঠ ছুঁয়ে জড়ায়ে রাখিও দেহের পরশ দিয়া, মেলে দেবো আমি এ কামুক হিয়া। গুহাবাসী হবে যদি ক্ষতি নাহি ধরি, জানবে ‘অপণা মাংসে হরিণা বৈরী’ সেই কথা ভেবে কোমল পদ্ম কলি মেলে ধরো সখি, ছুড়ে ফেলো কঁাচুলি। কামভারে দেহ জড় জড় কঁাপে অঙ্গ, অতি নিজের্ন দেহ দাও, দাও যদি সঙ্গ দ্রাক্ষার রসে সিক্ত, আমি যে বন্য তাপে উত্তাপে হবে কি এবার ধন্য?