মহাঘর্ প্রণাম

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সুজন হাজারী
এ কেমন দুঃসময় লাশের বহর প্রান্তরে প্রান্তরে বিষাদের বিমুগ্ধ ক্রন্দন শোকের মাতম জাহাজে অগণিত মৃত্যু বান ডাকা প্লাবন আমাদের দেশে পঙ্গপালের অসংখ্য মৃত্যুতে টলেনা কবি অবিনশ্বর অলৌলিক জগৎ মোহ টানেনা শিল্পীকে দেবতার পায়ে অনথর্ক জলাঞ্জলি মানবের মহাঘর্ প্রণাম। মৃত্যুকে ভালোবাসা ছাড়া নিরুপায় চা বিহীন সকালে অসমাপ্ত দিনলিপি। অভিশপ্ত কল্পলোক অভিশপ্ত ব্যাবিলন বিমূখ স্বজন হতাশাক্রান্ত পৃথ্বীর নাভিশ্বাস পাথুরে বেদনার গøানি ফুটেছে সালভেদর দালির জীবন্ত গুহাচিত্রশিল্পে উদ্বাস্তুর আশাহত স্বপ্নেরা জলসা ঘরে নিরাভরণ রমণীর ঘ্রাণে নিঘুর্ম রাত কাটে স¤্রাটের কণ্ঠনালি ছিঁড়ে বেরুয় উতরোল ক্রন্দন মুক্তির আস্বাদে কল্পলোক ঘুরে দেখি শুধুই কৃত্রিমতা।