ফসিলে জমানো চিহ্ন

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

আনোয়ার কামাল
রাতের সকল নিস্তব্ধতা ফুঁড়েÑ একটি প্রসূতি সকাল ডাক দেয় ফেলে আসা ঝড়ো উন্মাদনা কিছু ক্ষয়িষ্ণু চিহ্ন রেখে যায়। ফসিলে জমে থাকা দুঃখগুলো রঙিন ফানুস হয়ে উড়ে যায় ভাবনাগুলো এলোমেলো হয়ে বসতি গাড়ে সোনামাখা রোদে। ঝিরঝিরে হাওয়ায় গাছের শরীর নাড়া দেয়, কোটর ভেঙে বের হয় লালঠেঁাটের সবুজ টিয়ার ঝঁাক শাপলা চুম্বন দেয় ভরন্ত শরীর।