নিরঙ্কুশ শোষণ

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

আয়েশা মুন্নি
রাত্রির প্রগাঢ় দীঘর্শ্বাসে কেন অঁাধার খেঁাজ, কেন কুমারী জ্যোৎস্নার আধিপত্যে অমানিশা খেঁাজ? অতীতের বিপযর্য় প্রতিরোধে আমিই তোমার বতর্মান, প্রাকৃতিক ভ্রƒণে জন্মানো শুদ্ধ ভালোবাসা... তোমার জ্বলন্ত দুঃসময়ে আমি মানবিক প্রেম, আজ তোমার আগুন বুকে নিয়ে এলাম শ্রাবণী বষর্ণ, তোমাকে ভিজিয়ে নিজেকে ভেজাব বলে... অনুতাপের পদচিহ্নে কেন শূন্যতা জমাও, কেন ভালোবাসার অঘের্্য রাখ সহস্র অভিশাপ, কেন বিভেদের বিবাদে ভালোবাসা খেঁাজ, তার নিরঙ্কুশ শোষণেও কেন বল— ভালোবাসি?