শরতের রূপ

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

আহমদ আবদুল্লাহ
শরতের শুভ্র আলোয় সারাদিন বনে বনে পাখিদের উচ্ছল প্রাণ প্রকৃতির মুখে দেখি স্বপ্ন রঙিন বাতাসে কেমন দোলে সবুজ ধান। নদীর কিনারে লুটোপুটি খায় কাশফুল-মেঘের পাহাড় ভেসে ভেসে মাঠের সীমানা ছেড়ে কোথায় যায় নরম শরীরে কোন সুদূর দেশে! সাগরের সঙ্গে কী কথা বলে! মেঘেরা একে অপরের গায়ে মিশে, সোনার পাতের মতো জ্বলে মাঝি পাল তুলে হাল ধরে নায়ে। শরতের এমন মধুর প্রকৃতি কেবল মনকে করে বিহŸল, এত রূপ সুধা এত যে প্রীতি দীঘির পানিতে হাসে শতদল।