ড্যাস ঘর

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

জেলি আক্তার
চোখ জোড়া খবরের কাগজে- ঠেঁাট দুটো চায়ের কাপে, পাশের চেয়ারটা শূন্যতায় দূরত্ব মাপে! কাল থেকে কাল ধরে, সহস্র শূন্যতা ঘোরে, কেউ আসে না, কেউ চেয়ারের শূন্যতার ড্যাস ঘরে কেউ বসে না! কখনো চা জুড়িয়ে যায়, কখনো বা ফুড়িয়ে যায়। খবরের কাগজে পাতা ভরে আসে খবর, কেউ আসবে সে খবর আসে নাÑ কেউ চেয়ারের শূন্যতার ড্যাস ঘরে কেউ, বসে না! সকাল গড়িয়ে দুপুর, শুকনো থেকে থৈ থৈ পুকুর, রোদের ভেতর বৃষ্টি পড়ে টাপুরটুপুর! চোখের পাতা ভারী হয় ঘুম আসে, তবুও কেউ আসে না- কেউ চেয়ারের শূন্যতার ড্যাস ঘরে কেউ, বসে না!