চুম্বনে বষার্ নামে

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

স্বপন শমার্
চুম্বনে যদি হৃদয় নদী ভেঙ্গে যায়, তবে অন্ধ হইও তবুও এ দু’ঠোট প্রেমে মোট ভালোবাসা টুকু পাক, ঠেঁাটে ঠেঁাটে শ্রাবণ ধারার বিজলি চমক হৃদয় আকাশ চৌচির হোক। বষার্য় যারা হৃদয় হারা, চুম্বনে- তারা বেঁচে থাকুক বষার্জুড়ে প্রেম ভুবনে; মিথ্যে হলেও ক্ষণিক সময়, ভোমর হয়ে বষার্ লুটুক কদম ছাড়া যেমন শ্রাবণ ধারা। বষার্ যখন বাদল হারা চুম্বনধারায় মত্ত মৃত ভোমর প্রাণ ফিরে পাক ঠেঁাট মিলনে ওষ্ঠ ধারার কষ্টরসে। অথবা চুম্বনে বষার্ নামুক, তুফান থামুক মিথ্যে ঝড়ের।