ভোরের পাখিরা, তোমরা কোথায় যাও বলতো আমাকে
দরজাখোলা গাড়ির ভেতর হেলান দিয়ে বসে
আমি তোমাদের উড়ে যাওয়া দেখি।
খুব দূরে যেও না তোমরা, ফিরে আসো দুলে দুলে
এখানে তোমাদের বন্ধু-স্বজন আছে, এই উপকূলে।
ক্রমে সূর্য উপরে উঠবে, আর মহাজীবনের গল্পগুলো
উষ্ণ হয়ে উঠবে দিনের আলোয়
ভোরের পাখিরা, তোমরা এসব গল্প শুনতে চাওনা বুঝি!
তাই উড়ে চলো অনিশ্চিত অসীমের সংশয়ে...
আমি সানগস্নাস চোখে দিয়ে বসে থাকি আশায়
কখন পাখ-পাখালির শব্দে ভরে উঠবে চারপাশ!
ভোরের পাখিরা, তোমরা অবিশ্রান্ত ঢেউয়ের ওপর দিয়ে
কোথায় যাও? আমি তোমাদের উড়ে চলা দেখি।
একটা উদাসীন পাথরের ওপর বসে থাকি আমি
দোদুল্যমানতার কাঁটা নিয়ে
সাতসকালে ঠান্ডা গাছের গুড়িতে বসে থাকি আমি!
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd