অসংগতির বিরহী পাঠ

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০

বদরুল হায়দার
হৃদয়হরণ কৌশল বদলে যাচ্ছে অবিকল। বাজার বাগে আনতে যন্ত্রতন্ত্র নতুন উদ্যোগ। আমি সমঝোতা আর প্রণোদনা ব্যয়ে অনাদায়ে অজানার পায়ে বাঁধি পরোয়ানা ভোগান্তি অসুখ। নিবন্ধিত না বলা কথার ঘাটতিতে বেদনার মাপকাঠিতে তুমিও জেগে থাকা অর্পিত প্রেমের চোখ। দখল ও ভরাটের খেলা চলে হৃদয় শহরে। আমি হরিহরে ব্যথার শ্রীঘরে জীবন কবলা করে খুঁজি ভোগ উপভোগ। বরণ বিরোধিতা হাঁটে এক সাথে। গাণিতিক হৃদয়ের সংঘাতে ভালোবাসা বিলায় দুর্ভোগ। আত্ম ধর্মঘটে শুরু হয় হৃদয় লোপাট। আমি অন্তর কপাট খুলে ভুলে যাই অসংগতির বিরহী পাঠ। করের হাটের অগোচরে ঘর বাঁধে পর। তুমি বিদ্যাধর নিশাচরে ফাঁদে গড়ো সান্ত্বনার হাট। কারণ-অকারণে পরিবেশে হৃদয়হরণ চলে করাপোষে। আমি স্বভাবের প্রতিকূলে জীবনের ঋণ ভুলে সামলাই সমূহমাতাল অবশেষে।