একঝাঁক দুরন্ত দোয়েল

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০

মুস্তফা হাবীব
যখন বেগানা ছিলাম.... গুচ্ছ গুচ্ছ দুধসাদা সাবালিকা বাড়ির আশপাশে গোলস্নাছুট খেলত! যখন কাঙ্ক্ষিত রমণীর সন্ধানে শরীর থেকে ঝরাতাম পৌরুষ চোখের কানায় কানায় ভাসতো হলুদাভ রোদ দুধসাদা সাবালিকারা গোলাপ হয়ে ফুটতো। তারপরও কেউ যখন ঢেউ হয়ে এসে ভেজাতে পারেনি চোখ, অতৃপ্ত মনোলোক দাদি ময়ফুল নেছা বলত, \হ'এখন কুমার বাড়ি যাও দাদাভাই ... অর্ডার দিয়ে পুতুল বানিয়ে এনো।' না, পুতুল বানাতে হয়নি এক অষ্টাদশীর আগমনে জীবনের বাঁক বদল, ঘরজুড়ে যুগল অলংকার দুহিতা রূপা, কবিতা; কিছুদিন ধরে টের পাই আমার বাড়ির পূর্ব পাশে শিস দেয় একঝাঁক সাবালক দুরন্ত দোয়েল। আর আমাদের দুজনেরই অবয়বে পড়ন্ত বেলা এইতো সকাল বিকেলের প্রথাগত রূপান্তর!