বুকের বাঁ-পাশে

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০

মামুন রাশিদ
প্রণয়ের হাতটা বাড়াও কথা দিলাম এক সমুদ্দুর ভালোবাসা দেবো। প্রণয়ের গানও গাবো। কালাবর্তের ঘূর্ণিপাকে দিগ্বিদিক ছুটতে দেবো না তোমায়। প্রেম পিপাসায় হাঁটতে দেবো না কঙ্করময় উত্তপ্ত ধু-ধু মরুর প্রান্তরে। আটকে রাখব আঁখি যুগলে দৃষ্টির সীমানায়। তালাবদ্ধ করব মনের মণিকোঠায়। শাহজাহানের তাজমহল এঁকে দেবো বুকের বাঁপাশে।