ধুঁকে ধুঁকে ধরণির বুকে
লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে নারী।
বিবেকের ছোবলে, থেমে যায় অকালে
কত মাধবীর জীবন তরী।।
ধর্ম দিয়েছে অধিকার তবুও যে চিরকাল
অবহেলিত নারী,
বাপেরবাড়ি শ্বশুরবাড়ি
ঘানি টেনে চলে তোমার জীবন গাড়ি,
ওহে নারী কোথায় তোমার বাড়ি।
ঘুণে ধরা এ সমাজ
লেভাজধারী সাধন সন্ন্যাসীর বসবাস,
মুখে হাজারো বাণী, আসলে খাঁটি কে কত খানি।
দিনে দিনে প্রতিক্ষণে
হায়না শকুনের দল হচ্ছে ভারী,
ওদের বধে, তোমায় রোধে কে হবে পাঞ্জেরি।
কত অবহেলিত দিল নালিশ, হইল সালিশ
হাকিমের রায় সাজা হয়
বিশ্বজুড়ে উত্তাল প্রতিবাদ
তবুও থেমে নেই অপরাধ অপবাদ।
দোষ দেবো কাকে?
কেউ বলে রাষ্ট্রের, কেউ বা রমণীর পোশাকের
কেউ বা দুঃশাসন, কেউ বলে প্রশাসন।
হাজারো মনীষীর হাজারো মতবাদ।।
শিক্ষাঙ্গনে চলছে পাঠদান, নারীকে করো সম্মান
তবুও কি থেমেছে? অপরাধ তো বেড়েছে।
অবুঝ শিশু প্রবীণ নারী
দিন রাত্রি তারাও আজ লাঞ্ছিত যাত্রী,
দোষী বলি কাকে?
থেমে গেছে ওদের বিবেকের ঘড়ি।
ওহে মাধবী তুমি জানো কী
কোথায় তুমি নিরাপদ,
লুণ্ঠিত হবে না যেখানে
তোমার শ্রেষ্ঠ সম্পদ।
হে মানব বিবেককে করো আহ্বান
পশুত্ব চিন্তার ঘটাও অবসান
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd