প্রেম চাও মানুষের কাছে

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২১, ০০:০০

ফারুক মাহমুদ
সন্দেহবাহিত রোগ মুখপোড়া, সহজে কি সারে! সে যেন রসিক পাখি, গান গায়, বসে থাকে দাঁড়ে যত বলি, 'ও হে পাখি, ঘোরো তুমি বন থেকে বনে কেন এত বিষ ঢালো আমার এ আধপোড়া মনে?' নিভে যেত। পাখি তাতে ঢেলে দেয় বিষের বাতাস উচাটন মন নিয়ে কেটে যায় মাস পরে মাস... সন্দেহবাহিত রোগ দূর হবে-- একটি পথ্য আছে মানুষে বিশ্বাস রাখো, প্রেম চাও মানুষের কাছে