তুচ্ছকে যে ভালোবাসে

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২১, ০০:০০

রেজাউদ্দিন স্টালিন
কোনো কিছু তুচ্ছ নয় প্রতিটি বস্তু তার বৈশিষ্ট্যে হীরক উইয়ের সামর্থ্য দেখি অসীম সঞ্চয়ে ঘাসের ভ্রম্নর মধ্যে শিশিরের পাখি ছাই সেও উজ্জ্বল চাঁদের বাসন আমাদের সামর্থ্যের সীমা অব্যবহৃত বুঝতে পারি না দক্ষিণের মৃদু হাওয়া কীভাবে বদলে দেয় লক্ষ লক্ষ ইলিশের গতি ছেঁড়া পালে গান বাজে গুণ টান মাঝি তুচ্ছ সব অপেক্ষার ধুলো সোনালি ধানের উৎসব মায়ের ছোট চুম্বনের বীজগুলো আজ মহিরুহ কুনো ব্যাং সাপ আর হিংস্রদের কথা আজ থাক মাধ্যাকর্ষণ থেকে জগতের কোনো তুচ্ছ বিযুক্ত নয় কত বিশাল সভ্যতা তুচ্ছ হয়ে পড়ে আছে ইতিহাসে-ঘাসে পাহাড় হঠাৎ কীভাবে পিঁপড়ে হয়ে যায় মরুভূমি গলে যায় উটের গ্রীবায় বুঝতে পারি না শৈশবের অনুস্মৃতি কতটা মহান তুচ্ছ ভুল বারবার করে তোলে তিক্ত ইউলিসিস তুচ্ছকে যে ভালোবাসে সেইতো সামাজিক।