একটি কবিতা লিখবো বলে

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নাহিদ রোকসানা
একটি কবিতা লিখবো বলে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শব্দমালা সাজাবার প্রত্যাশায় একদিন হাতে কলম তুলে নিলাম। সে কলম কথা বলবে ক্ষয়ে যাওয়া সমাজ জীবনের সুখ-দুঃখ আঘাতের অনুভূতি হয়ে। সে কলম সাজাবে শব্দ তছনছ হয়ে যাওয়া জীবনের কাহিনী নিয়ে। রক্তাক্ত হৃদয় সেখানে পোড় খেতে খেতে নিষ্পেষিত। শোষণ আর শাসনের বেড়াজাল ভেঙে যে নদী বয়ে চলে। কলম হাতে নিলাম একটি কবিতা লিখবো বলে আনন্দ মেলার ধারায় সে প্রাণ উদ্ভাসিত। গণমানুষের সেবায় সে প্রাণ নিবেদিত। সে প্রাণ একাকার হতে চায়, নিরন্ন, নিষ্পেষিত নিযাির্তত বাস্তুহারা মানুষের ভিড়ে। অপঘাতে সে প্রাণ প্রতিদিন ঝরে পড়ে কাগজের পাতায় সে ছবি দেখে নিমিষেই চোখের পাতা ভিজে ওঠে। সে ছবি বুকফাটা আতর্নাদের কথা বলে একটা কবিতা লিখব বলে কলম হাতে তুলে নিলাম। ক্ষমতার লড়াই চলছে আজ গণতন্ত্রের দেশে গণতন্ত্র ওহ গণতন্ত্র, বলো কি স্বাদ তোমার আছে। দারুণ খরা চলছে এই গণতন্ত্রের দেশে। কবিতা বলো কেন আমার কলম থেমে যেতে চায় দু’বেলা দু’মুঠো অন্ন, বস্ত্রের সন্ধানে ছুটে চলা শ্রমজীবী মানুষের কথা বলো। যুগের ধারা বদলে গেছে আর নয় পিছু ফেরা প্রগতির ধারায় আমি নারী তাই আর নয় এ থেমে চলা।