শারদ

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

রেবেকা ইসলাম
টিপ টিপ পায়ে বেরিয়ে আসে নারীর দল ছড়ানো অঁাচল গুটিয়ে, তাদের খুনসুটিতে জেগে ওঠে অলকাতিলকা ভোর ঘাসের ফঁাকে উঁকি দেয় শিউলির বেঁাটা সবুজ আর জাফরানির অপূবর্ কোলাজ, মাটি দুহাত বাড়িয়ে শিশির নামায়, কামনাতর্ বুক ভরে যায় একপশলা পাতামোড়ানো সুখে, ভিজে ওঠে বাদাম গাছের কচি ডালের সদ্যজাগা পাতাদের প্রেম, শিশিরের ফেঁাটায় রচিত হয় বিপ্রতীপ কোণ, কাশফুল বালিকাদের ক্রমাগত কলহাস্যে রূপবতী নদীর কেঁপে ওঠে বুক, শুভ্র কাশের আলিঙ্গনস্মৃতি সাথে নিয়ে এগিয়ে যায় নগ্নিকা ভোর।