লাবণ্যকে বলছি

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মুুস্তফা হাবীব
হৃদকম্পন শুনে বুঝে নিয়েছি আমি একমুঠো হাহাকার রোজ বাতাসে ওড়াও যা চেয়েছো পাওনি বলে, এমনই হয়, সবার ভাগ্যে গোলাপ জোটে না ভাটফুল নিয়েই সুখে থাকার ভান করে জীবন কাটাবে। লাবণ্যকে চিনি সেই পাপড়ি মেলে দেয়ার শুরুতেই দুচোখে প্রণয়ের শাশ্বতধারা শরীরজুড়ে সোনালি রৌদ্র, বঁাধ না মানা হাসি আমি কেবল মুগ্ধ নয়নে চেয়ে রই নীরবে। লাবণ্যকে দেখি ভোরের শিশিরে রৌদ্রের দাবাদাহে, বিকেলের সবুজাভ মাঠে চোখের জমিনে গোলাপ ফোটা সৌরভ নিয়ে জাগতিক কথা বলে, কখনও নতজানু শেকড়ের; কখনও আগামী বৃক্ষের। লাবণ্য কি জানে! আমার বাগানে যেসব রঙিন পাতাবাহার মাধবী বনে যত সব স্বপ্নের ঘুড়ি ওড়াওড়ি তার একটি উপমা লাবণ্যই আমি লাবণ্যকে ভালোবাসি দূর পাহাড়ের ওপার থেকে।