শরৎ

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

গুলশান-ই-ইয়াসমিন
এলো, এলো, এলোÑ শারদীয় প্রভাত ভোরের শিশির আর সবুজ ঘাসের নেই কোন তফাৎ\ আলো ছায়া ডুব দিয়েÑ এলো, এলো, এলো শরৎ প্রভাত ফুটিল নিপুণ চিত্র বাংলার সাথ \ এসো, এসো সবুজ ঘাসে বাজাও মূছর্না শরৎ-এর স্রোতে চমকিয়া পাখী ডাকে থমকিয়া বাগানে ফুটে ফুল স্থল পদ্ম কেয়া \ শরৎ এলো, এলো, এলো আকাশে সাদা নীল নিয়ে খোকাখুকী শিউলি ফুল গঁাথে বিনিসুতা দিয়ে\ শরৎ শরৎ সাদা মেঘের পুঞ্জমালা উড়ে মোহনীয়া সুরে ভেসে চলে কোন দূরে দূরে \ কাশফুল দুলে দুলেÑ সময়কে বলে, বলেÑ শরৎ এসেছে দ্বারে শিউলি ফুল ঝরে পড়ে\