বিরহ বিষাদ

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২১, ০০:০০

বাবুল আনোয়ার
১ \হকোনো কিছুই রইলো না আর না প্রেম না বিরহ জলকেলি মেঘের ছায়া মাটিগন্ধা মন, মাতাল রোদের ঘ্রাণ হেঁটে চলা অবিরাম অবোধ অনুরাগ শুধু সেই শতরূপ শূন্যতায় ধূসর মুহূর্তে নিঃসঙ্গ কষ্ট যাপন। ২. অস্‌িহর করে তোলো হে অসহৃ সুন্দর পৃথিবী নুয়ে পড়ে নাভিমূলে তোমার নড়েচড়ে উঠি বিস্ময়ে অপার শিহরণে সত্য তুমি অনুভবে গোলাপ বৃষ্টির জলে ভেজা কোমল মাটি বিশ্বাসের উষ্ণতায় ধরে রাখি তাই \হতোমার সান্নিধ্যের মায়াবী প্রহর। ৩. নিশ্চিত জেনে আমি পৌঁছে গেলাম তুমি তখন সন্ধ্যার ছাদে জোছনা বিলাসে গুটিয়ে রেখেছ আঁধারের ডানা ফিরে এলাম রাত্রির মতো একা পরিযায়ী পাখির কষ্ট নিয়ে বুকে।