বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সীমান্ত বদলের রঙ ও মাধবীলতা

শিউল মনজুর
  ১৫ জানুয়ারি ২০২১, ০০:০০

নাটাই সুতোয় স্বপ্নকে ঘুড়ির মতো হাওয়াতরঙ্গে ভাসিয়ে নিজেও ভেসে গেছি অজানা গন্তব্যে! যখন ডুলাস এয়ারপোর্টের সীমানা পেরিয়ে ওয়াশিংটন ডিসির পথে ঘুরে যাচ্ছিল গাড়ির চাকা তখন মনের আঙ্গিনায় কেউ যেন প্রশ্ন করে গেল, সীমান্ত বদলের রঙ হলুদ নাকি নীল; প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে বুকটা কোথায় কেমন করে যেন হাহাকার করে উঠল! আবারও কেউ যেন জেনে নিতে চায় হাহাকারের রঙ কি লাল নাকি কালো, সাদা নাকি সবুজ- কে যেন ফিসফিস করে বলে যায়, জানি না জানি না... সেই থেকে প্রতিদিন গাড়ির চাকা ঘুরছে আর মোটাদাগে হাহাকারের তীব্রতায় বুকের ব্যথাটাও বাড়ছে! ব্যথাটা কী তাহলে তোমার জামদানি শাড়ির আঁচল নাকি তোমার নামের বর্ণমালা...উত্তরটা তুমিই জান মাধবীলতা...

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে