নিরালোকে দিব্যরথ

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২১, ০০:০০

স্বপন শর্মা
দিব্যরথের সারথী হয়ে নিরালোক ভেদ করে সাতাশ তারকাপুঞ্জ খুঁজে- নিহারীকায় এসে কুলোদ্ভব করি তোমার আজও সূর্যরশ্মির বিচ্ছুরণে সূর্যের বিপরীতে দৃশ্যমান বর্ণিল বৃত্তচাপ তোমার অপেক্ষার প্রহর গুনে গুনে অদৃশ্য হই। আবার পাখির শব্দ শুনে অগ্রসর হই সমুদ্রে; চেয়ে দেখি- অন্ধকারে জীবিত ও মৃতের হৃদয় বিস্মিতের মতো চেয়ে আছে, একরাতের ব্যথা মনে হয় অনন্ত রাতের মতো কালপুরুষের শস্য-বুকে জেগে ওঠা ভোর। মহাশ্মশানের গর্ভাঙ্কে ধূপের ধোঁয়ায় ক্লান্ত ইতিহাস তবুও মায়ামৃগের প্রেমে নিরালোকে দিব্যরথে শুনতে পাই শকুন্ত-ক্রান্তির কলরোল।