রাত এবং পর্যাপ্ত ঘোরের দর্শন

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২১, ০০:০০

দ্বীপ সরকার
দ্বিধা এবং ঘোর- দখিনে জমছে ভোর জমছে রাত- পকেট চুরি করে পকেট ভর্তি যা- সব যাচ্ছে পড়ে গোলাপ ফুল- কাঁটা বিঁধে আছে দেই দেই করে- আঙুল ভুলে গ্যাছে চেনা লাগা বেবাগ রাত কার যে ধরেছি হাত কাছে আসো, আরও আরও বিশ্বাস ছুঁয়ে দেখতে পারো নিদাঘ উসকে দিতে নেই ক্ষতটা সারুক- এখানেই বিকিকিনি থেকে শিখেছি যা যতনে রেখেছি, বুকের ভেতর ঘা মাপতে গিয়ে- মেপে ফেলেছি রাত দেখি, জোসনার ধারে দীর্ঘ এক হায়াত সন্দেহ থেকেই হাতটা নামায় নিচে কাকে ধরতে, কাকে ধরে ফেলেছি নিজে।