বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তোমাদের দিলাম নগর

অপু সুলতান
  ১৫ জানুয়ারি ২০২১, ০০:০০

আমি না হয় সরষে ক্ষেত দেখি

তোমরা থাকো পৃথিবী নিয়ে;

এই খাল-বিল-নদী আমি নিলাম-

তোমাদের দিলাম শহর-নগর-বন্দর।

তোমরা হারিয়ে যাও নগরের জনারণ্যে

আমি না হয় থাকি এই নির্জনতা নিয়ে-

নিঃসঙ্গতার অপার্থিব স্বাদ আস্বাদন করে

আমি ঘুমিয়ে যেতে চাই চিরতরে

এই মায়াময় সবুজের বিশালতায়।

জোনাকীর ঝিকিমিকি আলো আমার হোক

তোমরা নিও অধিকার নিয়ন আলোর;

এই বলাকার দল, পাখির কূজন থাক- না আমারই

এই বিরানভূমি, আলো আধারির খেলা আমি নিলাম।

তোমাদের দিলাম বহুতল ভবন,

সোডিয়াম আলোর উজ্জ্বল আলোকছটা;

তোমাদের ভাগে থাক স্বচ্ছ কাঁচের জানালা

আমারটা না হয় হোক কুয়াশার কান্না ভেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে