সত্য বিরল

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২১, ০০:০০

ওলি মুন্সী
মিথ্যা দিয়ে সত্য যতই ঢাক আকাশের ওই রংধনু যে বাঁকা সাজ ফুরালে যেমনি থাকে আকাশ সত্য কোঠা তেমনি থাকে ফাঁকা। সত্য বিরল বৃদ্ধ যুগেই দেখি যেমনি বিরল আকাশের ধূমকেতু ভাসবে আবার সত্যবাঁধা কেয়া যেমনি ভাসা এখন পদ্মা সেতু। এখন দেখি মিথ্যা চড়াচড়ি মিথ্যা দিয়েই ভাঙছে ন্যায়ের থালা মাঝ দরিয়ায় যতই সেচ পানি ভাঙা যদি থাকে নায়ের তলা। ভবের মেলায় থাকবে রে আর কত ছাড়লে না তুই মিথ্যা লিলা খেলা সকাল থেকে সুদূর সন্ধ্যা ভারী নতুন করে উঠবে না তর বেলা।