সমূহ সর্বনাশ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

শেখ সালাহ্‌উদ্দীন
হননে দুর্র্ধর্ষ, আহা কী তুখোড় তুমি! এই নিরীহ মৃত্তিকা হাওয়া নিষ্পাপ বনভূমি এমনকি নিস্তরঙ্গ নদীতেও বিধ্বংসী ঝড় তুলেছ প্রচন্ড আক্রোশে। কে আপন কে পর এক ফুৎকারে বিস্মরণ তাবৎ মানুষ আত্মকেন্দ্রিক ভীষণ; হয়তো এটাই ঠিক-নাকি নেই লাভ? অনাগত কাল শুধু দেবে সে জবাব। জীবন মৃতু্যর মাঝখানে এত সূক্ষ্ণ ব্যবধান কে জানত! দুঃখ আজ নিতান্তই সাময়িক দায়বদ্ধতার প্রদর্শনী-বস্তুত লৌকিক- পৃথিবীর বুঝি নেই সাধ্য দূর নির্বাসনে করে বাধ্য শুধু প্রার্থনা তোমার আমূল বিনাশ নইলে সৃষ্টির সমূহ সর্বনাশ।