তমিজমুন্সীর উঠান

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

আইউব সৈয়দ
বংশ তারিফের হালদা নদীর ভাষা বিধিবদ্ধ নিয়মে ছুটে আসছে সুয়াবিলের খোলা পিঠে শীতঋতুর উচ্ছ্বাসে ঝাঁকবাঁধা ভোরের হাওয়া আত্মপরিচয়ে পর্যবেক্ষণ করে তার প্রতিভা কুয়াশা সমীপে অগণন ঢেউয়ের ছুঁয়ে দিতে থাকে তীরের সবুজ খাতা অঢেল স্মৃতির ছন্দ সীমাবদ্ধতা ভেঙে মৃদু কুলকুল সুর ছড়ায় উপমা ঝরে, নস্টালজিয়া ডানা মেলে মুখর করে প্রসিদ্ধ ফলবান তমিজমুন্সীর উঠান রে...