সুতো কাটা ঘুড়ি

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

মিলটন সফি
\হ তোমার প্রয়োজনের খাতিরে নিজের বন্দিত্ব বরণ করে নিয়েছি একটা অদৃশ্য শিকল পরিয়ে দিয়ে বলেছো যেখানে ইচ্ছে যাও, পরিপূর্ণ স্বাধীনতা তোমার। অমনি নিজেকে সুতো কাটা ঘুড়ি ভেবে ভাসিয়ে দিয়েছি বাতাসের প্রবাহতায়, যখন- খোলামাঠের চৈতালি বাতাস আমাকে ডেকেছে নিমফুল আর সোনালি স্বপ্ন মাতিয়েছে সারাবেলা যখন নিজেকে পেয়েছি পরিপূর্ণ মুগ্ধতায় তখনই কেউ নাটাইয়ের সুতো টানছে তবে কী অদৃশ্য ঐ প্রান্তে কেউ একজন রয়ে গেছে হায়! তোমার প্রয়োজনের কাছে নিতান্ত ক্ষুদ্র এ অভিপ্রায়।