বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভালোবাসা ক্রমাগত পরিবর্তিত হয়ে যাচ্ছে

মাহমুদুজ্জামান জামী
  ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

ভালোবাসা এখন আর সেইরকম নেই;

যেরকম আগে ছিল-

অবারিত নীলাকাশ

অসামান্য সবুজের মতো আশার দিগন্ত

অনেক বাঁধা পেরিয়ে

পাখির ডানার মতো মুক্ত-

দূরে দূরে উজ্জ্বল ভ্রমণের সেই

গাঢ় হৃদয় আজ নেই!

এখন ভালোবাস

যন্ত্রস্থ হয়েছে,

ফলে হৃদয়ের ভাষা এককালে

যেরকম পেত প্রাণ ফুলে-মাঠে-ঘাসে-

এখন সে-ভাষা যন্ত্র-বাহনে

ক্রমাগত পরিবর্তিত, ক্লান্ত, ক্লিন্ন

ও ধূসর হয়ে যাচ্ছে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে