মুখোশ মানুষ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

তাসনিম হামিদ মাহি
কথায় কাজে মিল দেখি না তবুও তার মস্ত ভাব, তার মতো জন-দরদির এই সমাজে বড় অভাব। ভাবখানা তার এমন যেন সেই সমাজের কর্ণধার, প্রকৃত সেই করছে হরণ সাধারণের অধিকার। নামের আগে পদবি এত যায় না সব মনে রাখা- সমাজসেবক নামে কেবল মুখোশে আসল মুখ ঢাকা। ন্যায়ের পক্ষে তার কণ্ঠে সর্বদা বজ্রধ্বনি, অন্যায় যত এই সমাজে- নেপথ্যে তার নাম শুনি। দিনের বেলায় বন্ধু সাজে গরিব দুখী জনতার, আসল রূপ বেরিয়ে আসে যখন নামে অন্ধকার। মুখোশ ধারী মানুষেরা সর্বত্র আজ করছে রাজ, প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত এই মানব সমাজ। মানবতা দয়া-মায়া সব খানেই আজ অভিনয়, এসব দেখে লজ্জা লাগে দিতে নিজের পরিচয়। মানুষ আমি শ্রেষ্ঠ সবার সৃষ্টি যত দুনিয়ায়, কর্মে আমি এতটা নিচ পশুকেও হার মানায়। মানুষ-মুখোশ এই সমাজে মানুষ চেনা বিষম দায়, মানুষের ভিড়ে মানুষ আজ- অনেক বেশি অসহায়।