বলবে না কেউ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

শিমুল হোসেন
বলবে না কেউ আর ঘরে থাকো, ঘরে থাকো সময় হয়েছে আবার, আবার সময় হয়েছে- পাড়া-মহলস্না, রাস্তায়, শহরের অলিগলি, ফুটপথ, কলকারখানা, গার্মেন্টস, শপিংমলে যাওয়ার। এখন থেকে বলবে না কেউ আর ঘরে থাকো, নিরাপদে থাকো হঁ্যা, দায়িত্বটা এখন থেকে নিতে হবে তোমাকেই; মৃতু্যর জয়গান গাইবে আর কত? যদিও, প্রথম থেকেই ছিলে কান্ডজ্ঞানহীন! নিজ স্বার্থ বিরোধী শুধু এই একটি জায়গায়।