মুক্ত বাতাসে রুদ্ধ আকাশের নিচে
হাতে রেখে হাত চলেছি কত পথ,
অপ্রত্যাশিত ঝড়ে ভেঙ্গে দিল সব
অপলক দৃষ্টির চাহনিতে মুছে গেল মত!
সুললিত কণ্ঠ যেদিন ভেসেছে কর্ণ কুহরে
আবেগ আপস্নুত হয়ে করেছি বরণ,
কোলাহল পূর্ণ ব্যস্ত শহরে সহস্রের ভিড়ে
আজও হয়নাকি শরণ?
মিশে যাবো গোধূলির কোনো এক আঁধারে
আসবোনা কভু ফিরে,
ইচ্ছে পাখি তবুও ডাকেনা তোমায়
আসতে ফিরে আমার এ নীড়ে।
জনবহুল ভিড়ের মাঝে দাঁড়িয়ে একা
প্রতিক্ষণে গুনেছি প্রহর,
ব্যথা ভরা হৃদয়ে নিয়ে ভেসেছি অশ্রম্ন জলে
অচেনা শহরে আজ বইছে নহর।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd