ইচ্ছার অবান্তর

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

শরীফ উলস্নাহ
রাত্রিসম যুদ্ধের খঞ্জনি বাজে শিহরণ কষ্ট নিয়ে বাজুক, বেজে উঠুক এক পাল হরিণীর স্বর নৃত্যের জমকালো বায়ুতে বুকে চাপে গারদের শ্মশান কেউ যেন বাজায় ফের; ইস্রাফিলের বাঁশি উচ্ছ্বাসে মোহনীয় সাজে ভালোবেসে আর্তস্বরে শারদ ফুলে মৃত্তিকাও কথা কয় মুখরতায়। এ গোধূলিতে খুব উন্মাদ লাগে কলের গান মাঝরাতে প্রেমিকেরা গান গায় ইচ্ছার অবান্তরে ফের যুদ্ধ লাগে প্রেমিকার কাম-সাধনে