নদীর পাড় ভেঙে যায়

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মিতা সালেহ উদদীন
নদীর পাড় ভেঙে যায় ভেঙে যায় ঘরবাড়ি। ঢলে পড়ে গাছপালা মিলিয়ে যায় পুকুরঘাট মুছে যায় দীঘর্ বসতি। নদীর পাড় ভেঙে যায় ভেঙে যায় আঞ্চলিক-মন। ভেঙে যায় সম্পকর্ ভেঙে যায় ভালোবাসা। নদীর পাড় ভেঙে যায় ভেঙে যায় ফসলী জমি। ধসে যায় পায়ের নিচের মাটি মানুষ হয় নিঃস্ব ভিখারি। মানুষ হয় দিশেহারা মানুষ হয় পাষাণ। নদীর পাড় ভেঙে যায় ভাঙ্গন গতের্ শত ট্রাক বালু শত ট্রাক সিমেন্ট দিয়েও ভাঙ্গন ঠেকানো যাবে না। যে পাড় ভাঙবেÑ সে পাড় ভেঙেই যাবে\