মেঘছায়ায় গণিত পদ্য

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

জাহিদ হোসেন
মেঘছায়ার গণিত পদ্যে কিশোরী বুকের ব্যাকরণ খেঁাজে অনন্তবালার প্রেম- বেহায়া বাতাস শুধুই ওড়না ওড়ায়। পরকীয়ায় মিষ্টি বেশি বলে ডায়াবেটিসের দৌরাত্ম্য; নিমপাতা বিষয়ক হারবাল সম্পকের্ জোড়া কবুতর ইতিহাসের বিদগ্ধ পদাবলি রচনায়... রাসায়নিক শব্দের বিক্রিয়ায় পুতুল সুলভ কবিতারাও আজ পথে পথে হঁাটেÑ অঁাধার ধোয়া রাতের কাবিনে ঝুলে থাকে প্রেমের জুড়িবুটি।