ধুতুরা ফুল

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শাহীন মাহমুদ
গুচ্ছ গুচ্ছ অন্ধকার ফিকে হয়ে আসে। ভাদরের ভুলে জমে যায় আশ্বিন চোখ ধুতুরার ফুল ডেকে বলে-গগনশিরীষের ডালে যে পাখি গেয়ে ওঠে রোজ তার তলে ঘুমিয়ে দুজন সাদাকালো যুগের মানুষ। আকাশকান শুনে মেঘের ধারাপাত। শায়িত মানুষগুলো হঠাৎ জেগে ওঠে স্থির হয়ে যায় শারদ সারেঙ্গী । এক ঝঁাক মৃত পাখি উড়ে যায় পশ্চিমে মৃত মানুষগুলো ফিস ফিস কথা বলে আবার ঘুমিয়ে পড়ে চির তরে।