অপেক্ষা

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মেহেদী ইকবাল
আমি একদিন বেরিয়েছিলাম পাহাড়ের খেঁাজে। পাহাড়ের পথ বড় বন্ধুর কত খানাখন্দ, চড়াই উৎরাই! আমি অনেক আহত পাখিকে উড়ে যেতে দেখেছি ওদের ডানা থেকে টপ টপ ঝরে পড়েছে রক্ত, ওদের কেউ কেউ মুখ থুবড়ে পড়ে গেছে কিছুদূর যেতে না যেতেই! পাহাড়ের পাদদেশে এখন জড়ো হয়েছে অনেকে সবাই উঠতে চায় পাহাড়ে, এই নিয়ে প্রতিযোগিতা, হানাহানি, রক্তপাত! আমি ঝণার্র জলে দেখেছি লাল রক্তের ধারা, যে ধারা বয়ে নিয়ে যাচ্ছে নদী কি লাভ পাহাড়ে উঠে? পাহাড়ে উঠে কি ছেঁায়া যাবে আকাশ? আমি দেখেছি কীভাবে নেমে আসে রোদের শিশুরা পাহাড়ের ওপর থেকে তাহলে এইবেলা গলে যাক আমাদের লোভী আকাক্সক্ষাগুলো কালো অঁাধার ফঁুড়ে উড়ে যাক একটি অগ্নিদগ্ধ চড়–ই পাহাড় পাহাড়ের মতো থাকুক, আমরা ফিরে যাই মাঠের সবুজে যেখানে দুঃখিনী মা অপেক্ষায় জেগে থাকে সমস্ত রাত!