আরাধ্য বিশ্বাসের গা বেয়ে

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

আরিফ মঈনুদ্দীন
বিশ্বাসের গা বেয়ে সরল এক স্রোত এঁকেবেঁকে কিছুক্ষণ, তারপর সোজা নেমে গেছে মেরুদÐের ভেতর দিয়ে যেতে যেতে বলে গেছে কথাÑশেষ বাক্যের আগের কথাÑ তুমি শান্ত হও, অশান্ত আত্মায় মনে মনে ঢেলে দাও স্বগের্র পবিত্র জল সারাবান তহুরার নহরে স্থাপন করো তৃষ্ণাতর্ চুমুক তোমার বরাদ্দ জলের কলসি কঁাখে নিয়ে দঁাড়িয়ে আছে যে সেদিকেই তাড়িয়ে নাও দৃষ্টির দাবানল পরম শান্তির করতলে মেলে দিয়ে এলানো শরীর সে-ই তো উপুড় করে দেবে জলের কলস স্বাদ নেবে, তৃষ্ণা মেটাবে, অবলীলায় খুলে যাবে শরীরের জট অলৌকিক সুবাতাস বয়ে বয়ে রচনা করবে মহাকাব্যের পবিত্র শ্লোকÑ তুমি আর সেÑতোমরা দুজন, যোজন যোজন পথ পেরিয়ে আবারও মিলিবে স্রোত মিলিবে দুজন আদি উৎসের শেষ বিন্দুতে অন্তহীন নতুন এক শুরুর দিকে ঝলমলে দিন আর ঝলমলে রাতে।