জীবন অনেক বড়

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

দুলাল সরকার
ঝণাের্ক বলেছি, এইটুকু ঝরো এইটুকু শব্দ করে পাহাড়কে বলো এর চেয়ে বেশি যেন না হয় আকাশ পরিধিটা সুনিশ্চিত করো, এইভাবে নদীকেও বলো——থাকে যেন নিদির্ষ্ট প্রণয়, সমুদ্রের প্রতি তার সীমিত আগ্রহ——সীমিত ভাবনায় তেপান্তর যেন থাকে সীমার ভেতর, সব আকুলতা মনের কঁাপন বৃষ্টির প্লাবন শ্রাবণের ঢল, মেঘাবৃত জলের গতর যেন আয়ত্তের ভেতর থাকে, রৌদ্র ও মেঘের খেলা ঝরো ঝরো রৌদ্রের প্রহর কিংবা সময় প্রবাহ বনসাই স্বাধীনতা... ইচ্ছের সীমানাটা চিহ্নিত কর তা কি হয় বল, জীবনটা বড়।